গণতন্ত্রে 'বিশ্বাসী' হতে হবে কেন?
আমরা মুসলিম।আমরা ইসলামে বিশ্বাসী। আমি বুঝলাম না তোমরা আমাকে 'গণতন্ত্রে বিশ্বাসী' হতে কেন বলছো? তার মানে তোমাদের গণতন্ত্র এমন একটা জিনিস যেটাতে বিশ্বাস করতে হয়, নইলে পিটিয়ে মামলা দিয়ে জেলে ভরে দিবা৷
তার মানে আমার বিশ্বাসেও হাত দিচ্ছো তোমরা। তোমাদের গণতন্ত্র বিশ্বাস আমাকে করতেই হবে। তাহলে কি কিছু লুকোচ্ছো? 'তোমাদের গণতন্ত্র' কি তাহলে ধর্ম? যদি 'গণতন্ত্রে বিশ্বাস'-এর কথা বলো, তাহলে আমরা ইসলাম ছাড়া কিছুই বিশ্বাস করি না, গণতন্ত্রেও না।
আর যদি বলো এটা একটা সরকার ব্যবস্থা, তাহলে তোমরা চালাচ্ছোই, আমরা তো চলছিই। এখানে বিশ্বাসের কোনো আলাপ নেই। গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা কিনা, তা নিয়ে পশ্চিমে প্রচুর একাডেমিক আলাপ আছে, বিতর্ক আছে। আমরা ছোটোবেলায় পৌরনীতিতে 'গণতন্ত্রের সীমাবদ্ধতা' পড়েছি। তাহলে একে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা বলে বিশ্বাস করতে হবে কেন? কেন এর সমালোচনা করা যাবে না? ইসলাম নিয়ে করা যাবে, আল্লাহ-রাসূল নিয়ে করা যাবে, গণতন্ত্র নিয়ে সমালোচনা আলোচনা করা যাবে না?

হে গণতন্ত্রে 'বিশ্বাসী',
তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার বিশ্বাস আমার উপর চাপায়ো না।
আমি ইসলামে বিশ্বাসী। খিলাফতে রাশেদাই শ্রেষ্ঠ সরকার ব্যবস্থা। আমরা এটাতে বিশ্বাসী। আবু বকর, উমার, উসমান, আলী, আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু আনহুম, উমার বিন আবদুল আজিজ রহ…. এরাই শ্রেষ্ঠ সরকার। এটা আমাদের ঈমানের অংশ যে 'খিলাফত শ্রেষ্ঠতম সরকার ব্যবস্থা'। খলিফাগণ শ্রেষ্ঠতম সরকার। এটুকু যে মানে না, অন্য কোনো ব্যবস্থাকে শ্রেষ্ঠ মনে করে, তার কিন্তু ঈমানে অংশ রইল না। যত জারিজুরি করার করে নাও। আখেরাতে সবাইকেই একদিন যেতে হচ্ছে কিন্তু।
আমরা মুসলিম। মুসলিম গণতন্ত্রে 'বিশ্বাসী' হতে পারেনা। মুসলিম অবশ্যই ইসলামে বিশ্বাসী। খিলাফতে বিশ্বাসী। বিশ্বাস নিয়ে টানাহেঁচড়া করো না। মুসলমান সব সয়, ঈমানে আঘাত সয় না।
সেক্যুলার মৌলবাদ নিপাত যাক…
সেক্যুলার জঙ্গিবাদ রুখে দাও…